Bangla
3 days ago

রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় আজ

Published :

Updated :

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত ভয়াবহ বোমা হামলা মামলার রায় আজ বৃহস্পতিবার ( ৮ মে) ঘোষণা করবে হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় প্রদান করবেন।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত এ মামলায় হরকাতুল জিহাদ এর শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের আয়োজিত পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলায় ১০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন, যা সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

Share this news