Published :
Updated :
২০০১ সালের রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানস্থলে সংঘটিত বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কি না—সে বিষয়ে আজ হাইকোর্ট রায় ঘোষণা করবেন।
মঙ্গলবার (১৩ মে) আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, বৃহস্পতিবার (০৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১৩ মে দিন ধার্য করেন।
ওই দিন আদালত জানিয়েছিলেন, রায় পড়া শেষ হবে মঙ্গলবার এবং সেই দিনই জানানো হবে আসামিদের সাজা বহাল থাকবে কি না। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির ও এস এম শাজাহান।