Bangla
2 days ago

রমনা বটমূলে হামলা: ৯ আসামির ১০ বছরের সাজা, ২ জনের যাবজ্জীবন

Published :

Updated :

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার অন্যান্য ৯ আসামির সাজাও কমিয়ে ১০ বছর কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

হামলার ঘটনার পর সেদিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় প্রদান করেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স, আসামিদের জেল আপিল এবং ফৌজদারি আপিলের শুনানির জন্য হাইকোর্টে আসে।
 

Share this news