Bangla
2 days ago

রোববার থেকে রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, জানাল আইএসপিআর

Published :

Updated :

ঢাকায় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু এলাকায় সব ধরনের সভা, মিছিল, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো—কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে জাহাঙ্গীর গেট–সংলগ্ন অংশ, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী উড়ালসড়ক সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও আশপাশের এলাকা।

Share this news