Bangla
12 days ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বজায় রাখার আহ্বান তারেক রহমানের

Published :

Updated :

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গাদের যথাযথ মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, বিশ্বজুড়ে উদ্বাস্তু সমস্যা এখনো একটি বড় মানবিক সংকট। জাতিগত নিপীড়ন ও রাজনৈতিক নিগ্রহই এ সমস্যার মূল কারণ।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ শরণার্থী শিবিরে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা আট বছর ধরে মানবেতর জীবন যাপন করছে। এদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নজির স্থাপন করেছে।

তবে এখন রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, মিয়ানমার বারবার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এ বিষয়ে বর্তমান সরকারকে বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে রোহিঙ্গা সংকট তুলে ধরার তাগিদ দেন তিনি। 

Share this news