Published :
Updated :
জামায়াতে ইসলামী রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ আরাকান অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে।
রবিবার ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি জানান, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে চীনের সহায়তা চাওয়া হয়েছে। চীনা প্রতিনিধিরা প্রস্তাবটি বেইজিংয়ে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।
বৈঠকে নির্বাচন, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতারা ও চীনের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিন।