Bangla
4 days ago

রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাদের প্রকল্প এলাকা এবং গ্রিনসিটি আবাসিক ভবন চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার দুপুরে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান স্বাক্ষরিত আদেশে তাদের অব্যাহতির ঘোষণা আসে।

চাকরিচ্যুতদের প্রতি জনকে নিয়ম অনুযায়ী তিন মাসের বেতন-ভাতার সমপরিমাণ নোটিশ পেমেন্ট দেওয়া হবে বলে আদেশে জানানো হয়।

চাকরিচ্যুতদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও চাকরিবিধি লঙ্ঘনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসও জানান, বিষয়টি নিরাপত্তা সংস্থার প্রধানকে জানানো হয়েছে।

এর আগে, চাকরির বিভিন্ন দাবিতে ওই ১৮ কর্মকর্তা-কর্মচারী আন্দোলন শুরু করেন। ২৮ এপ্রিল থেকে তারা ঈশ্বরদীতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রকল্প এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এরপরই কর্তৃপক্ষ আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

Share this news