Bangla
2 days ago

সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ২,২৪২ কোটি টাকার লেনদেনের অভিযোগ

Published :

Updated :

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে। তাদের বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলা দুটি দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। 

মামলায় বলা হয়েছে, এনামুল হক জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১৮ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার ও তার প্রতিষ্ঠানের ২২টি ব্যাংক হিসাবে প্রায় ২২৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। 

অন্যদিকে, তার স্ত্রী তহুরা হক ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং সংক্রান্ত বিভিন্ন আইনে মামলা করা হয়েছে। 

Share this news