Bangla
9 months ago

সাবেক এমপি সাফিয়া খাতুন আটক

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় চকরিয়া-পেকুয়া সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোসা. সাফিয়া খাতুন (৭০) কে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন আকরাম খান রাব্বি। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় আকরামের বাবা ফারুক খানের অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে সাফিয়া খাতুনের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।  

সিসি ক্যামেরার ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় এ মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

Share this news