সাবেক এনবিআর চেয়ারম্যানের ৩ কোটি টাকার ফ্ল্যাটসহ সম্পদ জব্দের আদেশ
Published :
Updated :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ও বিভিন্ন ব্যাংক ও শেয়ারবাজার সংক্রান্ত হিসাব জব্দ এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষে আদালতে আবেদন করেন উপপরিচালক মো. খায়রুল হক।
আদেশ অনুযায়ী, নজিবুর রহমানের ছেলে ফারাবি এনএম রহমানের নামে ঢাকার সিদ্ধেশ্বরীতে অবস্থিত ৩৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট (মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা) এবং নজিবুরের স্ত্রী নাজমা রহমান, ছেলে ফারাবি এনএ রহমান ও ফুয়াদ এনএ রহমানের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব ও ৫টি বিও হিসাব জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
দুদক জানায়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় তার ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন সম্পদের খোঁজ মেলে, যার বৈধ উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তারা।
দুদকের আবেদনে আরও বলা হয়, নজিবুর ও তার পরিবার এসব সম্পদ বিক্রি করে বিদেশে পাচার অথবা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এসব সম্পদ তাৎক্ষণিক জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।