Published :
Updated :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে সজল নিহত হন। চলতি বছরের ১৬ মে তার মা ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
আইভীর আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তা খারিজ করেন। রাষ্ট্রপক্ষের দাবি, আইভীর নির্দেশেই হামলা হয়েছে। তবে আইভীর আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।