সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে প্লট দুর্নীতির অভিযোগে মামলা
Published :
Updated :
রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল আবাসন প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ আগস্ট) দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সাবেক যুগ্ম সচিব ও রাজউকের বিভিন্ন সময়ের সদস্য আ ই ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভূঁইয়া, এম মাহবুবুল আলম ও নাজমুল হাই।
এজাহারে বলা হয়, খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীতে নিজের পৈত্রিক ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। এমনকি বরাদ্দের কিস্তির টাকা পরিশোধ না করায় ২০০৯ সালে প্লটটি বাতিল হলেও পরবর্তীতে সুদের ৪ লাখ ৭৪ হাজার টাকা মওকুফ করে আবার প্লট বরাদ্দ দেওয়া হয়, যা সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
দুদকের অনুসন্ধানে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
এর আগে ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।