Bangla
2 days ago

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

Published :

Updated :

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এই ঘটনায় কারও ছাড় দেওয়া যাবে না। আর যদি তাঁদের শাস্তি না হয়, তবে আমি নিজেই দায়িত্ব ছেড়ে চলে যাব।’

আজ বৃহস্পতিবার (৮ মে)  দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ কথা বলেন তিনি।

এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে চারটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ির গতিরোধ করে বিক্ষোভ করে। তাঁরা সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহায়তাকারীদের পদত্যাগ ও শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি আগে বিষয়টি জানতাম না। এখানে আসার পর জানতে পারি এবং তখনই ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সবাইকে শুধু পদত্যাগ নয় — শাস্তিও পেতে হবে।’

শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। গাড়িতে যাওয়ার সময় আরও তথ্য জানব। প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’ 

Share this news