Published :
Updated :
রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন আয়োজনের মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদার চার দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। চার দিনের প্রথম দফা রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে আবার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার।
এর আগে, ২৩ জুন প্রথম দফায় তার চার দিনের রিমান্ড হয়েছিল।
বিএনপি নেতা সালাহউদ্দিন খানের করা মামলায় শেখ হাসিনা ও আরও ২৩ জনকে আসামি করা হয়। মামলার পরদিন নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়।