Bangla
6 days ago

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্বজনদের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ

Published :

Updated :

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

ফ্রিজ করা ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা এবং ৬টি ডলার অ্যাকাউন্টে রয়েছে ২৪ হাজার ৭৯০ ডলার।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের আবেদনে জানানো হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের ৯ সদস্যের একটি টিম কাজ করছে। এরই মধ্যে ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, পরবর্তীতে বিএফআইইউ’র মাধ্যমে আরও হিসাবের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার সত্যতা মিলেছে। এ অবস্থায় তদন্ত চলাকালে এসব ব্যাংক হিসাব আদালতের মাধ্যমে ফ্রিজ করা জরুরি হয়ে পড়ে। 

Share this news