Bangla
4 days ago

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শনিবার গণজমায়েতের ডাক

Published :

Updated :

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ২৫ ঘণ্টা ধরে অবস্থান চললেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। হাসনাত বলেন, "এই অবস্থান কোনো দলের নয়, এটা জুলাই জনতার। আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত হয়েছে—পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম-খুনসহ সব নিপীড়নের শিকারদের নিয়ে এই গণজমায়েত হবে।"

তিনি আরও জানান, শনিবার বিকেল ৩টায় শাহবাগের পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব জায়গায় গণজমায়েত হয়েছিল, সেসব পয়েন্টেও একইভাবে সমাবেশ হবে। এই আন্দোলন তাদের বিরুদ্ধে, যারা দেশের মানুষকে দখলদার শাসনের অধীনে রেখেছিল।

এসময় এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে। শাপলা চত্বর, পিলখানাসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ধারা যুক্ত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, সরকার যদি আর কালক্ষেপণ করে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান চালিয়ে যাবে। এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়, এটা পুরো দেশের মানুষের, জুলাই জনতার দাবি।

তিন দফা দাবি হলো:

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান সংযোজন।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে প্রকাশ করা।

Share this news