সাইবার সুরক্ষা আইন শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে: ফয়েজ আহমেদ
Published :
Updated :
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি বলেন, “এই আইনের মাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে এবং বিশেষ করে নারীদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জনস্বার্থে ইন্টারনেটের দাম আরও কমানো উচিত। ইন্টারনেট সেবাদাতাদের প্রতি আহ্বান জানাই, যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে সেবা নিশ্চিত করা হয়।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের যেভাবে হেনস্তা করা হচ্ছে, তা রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।