Bangla
3 days ago

শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর অফিসিয়াল পোস্টার উন্মোচন

Published :

Updated :

ঢালিউডের সুপারস্টার শাকিব খান তার আসন্ন চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর অফিসিয়াল পোস্টার উন্মোচন করেছেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন। 

পোস্টে তিনি লেখেন, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের — শহর চিনবে তার আসল নায়ককে! এলো মিথ ইন মোশন — প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। একটি গল্প যেখানে শহর তার কিংবদন্তির সঙ্গে মিলিত হয়।”

চলচ্চিত্রটি আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং ক্রিয়েটিভ ল্যান্ড ব্যানারে সিরিন সুলতানা প্রযোজিত। ‘প্রিন্স’ ঈদুল ফিতর, ২০২৬-এ মুক্তির জন্য নির্ধারিত।

পরিচালক আবু হায়াত মাহমুদ আরও এক ফেসবুক পোস্টে তার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘প্রিন্স’কে তার ডেবিউ পরিচালনা হিসেবে উল্লেখ করে বলেন, “এটি প্রথম সন্তানের মতো।”

তিনি লিখেছেন, “ক্রিয়েটিভ ল্যান্ড গর্বের সঙ্গে উপস্থাপন করছে তাদের প্রথম সিনেমাটিক যাত্রা — প্রিন্স। সিনেমার প্রযোজনায় রয়েছেন সিরিন সুলতানা, পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রধান ভূমিকায় আছেন মেগাস্টার শাকিব খান।”

ফ্যানরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে উত্তেজনা প্রকাশ করেছেন এবং ঢালিউড সুপারস্টার থেকে আরেকটি ব্লকবাস্টার আশা করছেন।

Share this news