Bangla
7 days ago

সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

Published :

Updated :

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একাধিক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া সেই আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন, আমীর হোসেন আমু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।

মামলা অনুযায়ী, কাজী মনিরুল ইসলাম মনুকে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক এবং শহীদুল হককে দুইটি করে মামলায়, আর সালমান এফ রহমান, দীপু মনি ও আমীর হোসেন আমুকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

Share this news