সামাজিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমীর খসরু
Published :
Updated :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আওয়ামী লীগ সমর্থক হলেও বিএনপির কর্মকাণ্ডে বাধা দেননি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য, তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে কোনোভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা বিতর্কিত ব্যক্তিদের দলে নেওয়া যাবে না।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা এমন কাউকে দলে নেব না, যাদের কারণে আমাদের ভোট কমে যেতে পারে। আওয়ামী লীগের কেউ যদি আমাদের পাশে থাকলে মানুষের আস্থা কমে যায়, তাহলে তাকেও এড়িয়ে চলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা গোলাম আকবর খন্দকারসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
নিজেই সদস্য ফরম পূরণ করে কর্মসূচির উদ্বোধন করেন আমীর খসরু। তিনি বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এ কাজ যেন দিনের আলোতেই হয়—এটাই আমাদের প্রত্যাশা। “মেম্বারশিপে কোনো লুকোচুরি নয়,” বলেন তিনি।