Published :
Updated :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার পরে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এই অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ মোড়ে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়ে "বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই" এবং "আমার ভাই কবরে, খুনি কেন বাইরে" স্লোগান দিচ্ছিলেন।
এর আগে শাহরিয়ার হত্যা মামলার তদন্তে অবহেলা ও ‘প্রকৃত’ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রদল গত রোববার বিকেলে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছিল।