Bangla
5 days ago

সাংবাদিক বিভূরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি দায়ের

Published :

Updated :

সিনিয়র সাংবাদিক ও কলামনিস্ট বিভূরঞ্জন সরকার নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় জিডিটি করেন। 

৭১ বছর বয়সী সাংবাদিক বিভূরঞ্জন বর্তমানে বাংলা দৈনিক "আজকের পত্রিকা" -তে কর্মরত আছেন। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ আছেন বলে জানা গেছে।

ঋত সরকার জানান, তার বাবা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

ঋত বলেন, “কিন্তু তিনি আর অফিসে পৌঁছাননি। আমরা তার সম্ভাব্য কয়েকটি গন্তব্য—পার্ক, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে আমরা বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেই।” 

আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টা পর্যন্তও তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

রমনা থানার উপ-পরিদর্শক অরূপ তালুকদার জানান, বিভূরঞ্জন তার মোবাইল ফোন বাসায় রেখে যাওয়ায় খোঁজার কাজে কিছুটা অসুবিধা হচ্ছে।

Share this news