Bangla
2 days ago

সাংবাদিক মোজাম্মেল বাবুকে জামিন দিতে হাইকোর্টের রুল

Published :

Updated :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে এ রুল দেওয়া হয়।

রবিবার (৪ মে) তার আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৭ এপ্রিল জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হন সাংবাদিক মোজাম্মেল বাবু। পরে তাকে পুলিশে দেওয়া হয়। 

Share this news