Bangla
2 days ago

সাংবাদিক মুন্নি সাহা ও স্বার্থ সংশ্লিষ্টদের ১৮ কোটি টাকা জব্দ

Published :

Updated :

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে মোট ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি অর্থ রয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী অনুসন্ধান শুরু করে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে, সাংবাদিকতা পেশার প্রভাব ব্যবহার করে মুন্নি সাহা ও তার স্বামী অবৈধভাবে আয় করেন এবং সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে লেনদেন করেন।

মোট ৪৬টি ব্যাংক হিসাবের মধ্যে বর্তমানে ৩৫টি সক্রিয় রয়েছে, যেখানে সন্দেহজনকভাবে প্রায় ১৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যায়।

এ প্রেক্ষিতে সিআইডির আবেদনের ভিত্তিতে আদালত ৩৫টি হিসাব জব্দের আদেশ দেন।

Share this news