Published :
Updated :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম জাতীয় সমাবেশ আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।
সাংস্কৃতিক আয়োজন দিয়ে শুরু হওয়া সমাবেশে অংশ নিচ্ছে সাইমুম শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর।
সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে গতকাল সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা রাজধানীতে আসতে শুরু করেন। আজ সকালেও হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান।
ফলে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, আর আশপাশের এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের অবস্থান দেখা গেছে।