Published :
Updated :
পাবনার সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পাশের বহলপুর এলাকায়।
নিহতরা সবাই বাসের সামনের সারিতে বসা যাত্রী। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে—মনসুর আলী (৪০) এবং আবেদ আলী (৩৮)। অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ বাসটির চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পথে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার মূল কারণ বাসচালকের ঘুমঘুম ভাব। ট্রাক ছিল তার সঠিক লেনে। চালকদের কাউকেই এখনও খুঁজে পাওয়া যায়নি।