Published :
Updated :
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহত ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। এটি একটি প্রাথমিক তালিকা এবং যাচাই-বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হেফাজত।
হেফাজতের জনসংযোগ বিভাগের মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানান, তালিকাটি চূড়ান্ত করতে কিছু সময় লাগবে। ২০১৩ সালের ওই ঘটনার পর হেফাজতে ইসলাম দাবি করেছিল, তাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছে, তবে তারা কোনো তালিকা দিতে পারেনি।
তবে মানবাধিকার সংস্থা 'অধিকার' জানিয়েছিল ৬১ জন নিহত হওয়ার কথা, আর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শাপলা চত্বরে অভিযানে কেউ নিহত হয়নি।