Bangla
2 days ago

'শাপলা'র বিকল্প বেছে নিতে এনসিপিকে ইসির অনুরোধ

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাইয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে। তবে, দলটির প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।

ইসির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই। তাই দলটিকে ৭ অক্টোবরের মধ্যে ওই তালিকা থেকে একটি বৈধ প্রতীক বেছে নিতে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

দলের পক্ষ থেকে আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে উল্লেখ ছিল—শাপলা, কলম ও মোবাইল। তবে শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ সম্ভব নয় বলে জানায় কমিশন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "যেহেতু শাপলা দিতে আইনগত বাধা নেই, সেহেতু আমরা শাপলাই চাই।" 

ইসির পক্ষ থেকে বলা হয়েছে, দল নিবন্ধনের পরবর্তী কার্যক্রম চালিয়ে নিতে হলে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রতীক নির্বাচন করে জানাতে হবে, না হলে প্রক্রিয়া বিলম্বিত হবে। 

Share this news