Bangla
2 days ago

সারা দেশে এক সপ্তাহজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

Published :

Updated :

দেশজুড়ে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিন ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

পরবর্তী চার দিনেও একই ধরণের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা প্রথম কয়েক দিন কিছুটা কমতে পারে, তবে সপ্তাহের শেষে আবার সামান্য বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে বজায় থাকবে।

Share this news