Bangla
4 days ago

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২১১২

Published :

Updated :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৬০৯ জনসহ মোট ২১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় আরও ৫০৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি বলেন, পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট ২১১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১৬০৯ জন এবং অন্যান্য অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে পুলিশ একটি দেশীয় চাপাতি, বিদেশি অচল পিস্তল ১টি, পিস্তলের ম্যাগজিন ১টি, গুলি ২ রাউন্ড উদ্ধার করা হয়েছে। 

Share this news