Published :
Updated :
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য ঘটনায় আরও ৫২৭ জন গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।
তিনি জানান, অভিযানে দেশীয় তৈরি ওয়ান-শুটার গান একটি, বিদেশি পিস্তল দুটি, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।