Published :
Updated :
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, বুধবার (১৪ মে) থেকে শুরু করে আগামী কয়েক দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫ মে) এবং শুক্রবার (১৬ মে) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (১৭ মে) ও রোববার (১৮ মে) তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।