Bangla
4 days ago

সারাদেশে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৩১৭

Published :

Updated :

দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে বরিশাল বিভাগে। 

এদিন এ বিভাগে ১২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

এদিকে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ১০২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জন এবং এ পর্যন্ত জেলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। এই তথ্য নিশ্চিত করেছে বরগুনার সিভিল সার্জন কার্যালয়।

উল্লেখ্য, চলতি বছর (২০২৫) দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন।

Share this news