Bangla
3 days ago

সাড়ে ৫২ হাজার টন রাশিয়ান গম নিয়ে জাহাজ কুতুবদিয়ায় পৌঁছেছে

Published :

Updated :

রাশিয়া থেকে আনুমানিক ৫২ হাজার ৫০০ টন গমবাহী একটি জাহাজ বঙ্গোপসাগরের কুতুবদিয়া আউটার অ্যাঙ্করেজে পৌঁছেছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগদ ক্রয় চুক্তির আওতায় আমদানিকৃত এই চালান বহনকারী জাহাজ ‘এমভি পার্থ আই’ কুতুবদিয়ায় থামার জন্য আসেন।

জাহাজের গমের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোট চালানের মধ্যে প্রায় ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে এবং বাকি পরিমাণ মংলা বন্দরে প্রেরণ করা হবে।

Share this news