Bangla
3 days ago

সচিবালয়ে ক্যান্টিন দ্বন্দ্বে সংঘর্ষ, একপক্ষের বিক্ষোভ ও বিচার দাবি

Published :

Updated :

সচিবালয়ে ক্যান্টিন পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ বিক্ষোভ করেছেন।

আজ রোববার (২৯ জুন) সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ‘নূরুল-মোজাহিদ’ অংশের মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে ২০-২৫ জন কর্মচারী সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। তারা পরিষদের অপর অংশের সভাপতি বাদিউল কবীরের বিরুদ্ধে স্লোগান দেন এবং হামলার বিচার দাবি করেন।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ক্যান্টিন পরিচালনা নিয়ে নূরুল ইসলাম ও বাদিউল কবীরের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর থেকেই সচিবালয়ের বহুমুখী সমবায় সমিতির আওতাধীন ক্যান্টিন ও দোকানগুলো বন্ধ রয়েছে।

নূরুল ইসলাম গ্রুপের অভিযোগ, ওই হামলার নেতৃত্বে ছিলেন বাদিউল কবীর নিজে, সঙ্গে ছিলেন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সহ-সভাপতি আব্দুস সালাম। তাদের বিরুদ্ধে পোস্টারও লাগানো হয়েছে।

সমাবেশে মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সরকারের কিছু অশুভ শক্তি আমাদের মধ্যে ঢুকে পড়েছিল। এখন তারা টাকার বিনিময়ে নিরব। কিন্তু আমরা চুপ থাকবো না।”

তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে হবে। সচিবালয় মাস্তানি করার জায়গা নয়। ১৮ হাজার কর্মচারীকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিরোধ করবো এবং বিচারের দাবি জানাবো।”

সংযুক্ত পরিষদের যুগ্ম মহাসচিব মিলন মোল্লাও কর্মচারীদের প্রতি আহ্বান জানান, যারা হামলা চালিয়েছে, তাদের সঙ্গে আর কেউ আন্দোলনে অংশ নেবেন না এবং তাদের প্রতিহত করতে হবে।

ঘটনার প্রেক্ষিতে আগামীকাল (সোমবার) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বাধীন অংশ।

Share this news