Published :
Updated :
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।
সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন। এদিন সচিবালয়ে তার প্রবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে, যেখানে একটি গেট বাদে বাকি সব গেট বন্ধ রাখা হয়েছে।
এটি সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এর আগে, গত বছরের ২০ নভেম্বর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, সচিবালয়ে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য কার্যক্রমও মনিটর করা হচ্ছে।