Published :
Updated :
বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার (৭ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আমরা প্রতিটি ঘটনা আলাদাভাবে বিশ্লেষণ করছি। নাগরিকদের ফিরিয়ে নিতে আমরা প্রস্তুত, তবে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে। এভাবে পুশ-ইন করা গ্রহণযোগ্য নয়।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।