সীমিত সম্পদেও স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ উন্নয়ন সম্ভব: প্রধান উপদেষ্টা
Published :
Updated :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তরিকতা ও নীতিমালার যথাযথ প্রয়োগের মাধ্যমে সিভিল সার্জনরা সীমিত সম্পদ ব্যবহার করেও দেশের স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ পর্যন্ত উন্নত করতে পারেন।
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “শুধু জনবল বা সরঞ্জামের অভাব দেখিয়ে নিষ্ক্রিয় থাকা যাবে না। বর্তমান সম্পদ দিয়েই চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।”
তিনি আরও বলেন, দেশে এই প্রথমবার সিভিল সার্জনদের নিয়ে সম্মেলন আয়োজন করা হয়েছে, যা একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “এতদিন কেন সিভিল সার্জন সম্মেলন হয়নি তা বোধগম্য নয়। ”
ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যার ফলে অনেক জটিলতা ও সমস্যা সম্পর্কে জানা ও তা সমাধানের পথ তৈরি হবে।