শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের ৬ মামলার চার্জশিটের অনুমোদন

Published :
Updated :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ৬ মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছেদুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১০ মার্চ) সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের।
এ ছাড়া চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।
উল্লেখ্য দুদোকের অভিযোগ অনুসারে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ১৪ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে সংস্থাটি।

For all latest news, follow The Financial Express Google News channel.