Bangla
2 days ago
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন ১২ মে
Published :
Updated :
ঢাকার একটি আদালত ১২ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় এটি করা হয়েছে। ২৭ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট নেয়ার অভিযোগ রয়েছে।