Bangla
3 months ago

শেখ হাসিনা ভারতেই আছেন, এখানেই থাকবেন: দিল্লি

Published :

Updated :

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন এবং সেখানেই থাকবেন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনার থাকার বিষয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “আমি আগেও জানিয়েছি এক সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে আসেন ও এখানেই থাকবেন।”
ছাত্রজনতার অভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকেই তিনি দেশটিতে অবস্থান করছেন।

শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে চলে যেতে পারেন – এমন গুঞ্জনের মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিষয়ে এ বক্তব্য দিলেন। তবে শেখ হাসিনা ভারতে কত দিন থাকবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, এক অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে তাকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

Share this news