Bangla
8 months ago

শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্ন করা উচিত, 'কেন পালালেন?': আসিফ নজরুল

Published :

Updated :

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত শেখ হাসিনাকে প্রশ্ন করা যে, "আপনি কেন সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেলেন?" 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। 

শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার বিষয়ে একটি প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, "এসব যদি সত্যিই উনার (শেখ হাসিনা) কনভারসেশন হয়ে থাকে, এগুলো দেশকে অস্থিতিশীল করা, মানুষকে প্ররোচিত, উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।"

তিনি আরও বলেন, "কোনো উপদেষ্টা নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়, আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞাসা করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে, কাউকে না জানিয়ে এভাবে যে পালিয়ে গেলেন এবং আমাদের প্রতিনিয়ত এভাবে যে উসকানি দেন, বিক্ষোভ করার জন্য, সন্ত্রাস এবং উসকানিমূলক কাজ করার জন্য, এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি?" 

শেখ হাসিনা সরকার পতনের দু-এক দিন আগে তার পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত, উনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া।" 

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল, বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন নিপীড়ন করার কারণে আজকে আওয়ামী লীগের মধ্যে যদি কোনো নিরীহ নেতাকর্মীও থেকে থাকেন, প্রত্যেকেই বিপদে পড়ছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। 

তিনি বলেন, "শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে একজন না একজনের প্রশ্নটা করা উচিত, আপনি আমাদের না জানিয়ে এভাবে বিপদের মধ্যে ফেলে পালিয়ে গেলেন কেন?"  

Share this news