Published :
Updated :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে পদচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে তা করতে গিয়ে বিচারপ্রক্রিয়ার মান বজায় রাখা হবে এবং আদালতের কার্যক্রমের ওপরও বিষয়টি নির্ভর করবে।
সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
চিফ প্রসিকিউটর বলেন, বিচার যত দ্রুত সম্ভব শেষ করার জন্য প্রসিকিউশন কাজ করছে, তবে তাড়াহুড়ো করে বিচার শেষ করার পক্ষপাতী নয়। ন্যায়বিচার নিশ্চিত করে যতটা দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তির চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিচারের গতি নির্ধারণের এখতিয়ার আদালতের। আমরা অতিরিক্ত কোনো সময় নিচ্ছি না এবং নেবও না। যা যা প্রয়োজন, তা যথাসময়ে করা হবে। আগামীকাল (১ জুলাই) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে বলেও তিনি জানান।