Bangla
a year ago

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যা বললেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

Published :

Updated :

গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এই ঘটনার পর প্রথমবারের মত নিজের মন্তব্য জানান হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। 

সায়মা ওয়াজেদ একটি টুইট বার্তায় বলেছেন, এমন কঠিন অবস্থায় মায়ের সাথে দেখা করে আলিঙ্গন করতে না পারার জন্য তার হৃদয় ভেঙে গিয়েছে। 

পুতুল তার টুইটে বলেন, যে দেশকে আমি এত ভালবাসি সেখানে এত প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে গিয়েছে। এর চেয়েও দুঃখজনক এই দুঃসময়ে আমি আমার মায়ের সাথে দেখা করে তাকে আলিঙ্গন করতে পারিনি। আমি বিশ্বস্বাস্থ্য সংস্থার আরডি হিসেবে নিজের কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। 

Share this news