Published :
Updated :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ।
শামীমা ইয়াছমিন বলেন, "বঙ্গবন্ধুর ছবি টানানো কোনো অন্যায় নয়, এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন।" তিনি আরও বলেন, "আমি মুক্তিযোদ্ধার মেয়ে, বঙ্গবন্ধুর ছবি টানানো আমার জন্য গর্বের বিষয়।"
প্রধান শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান জানান, "বরখাস্তের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি, তবে সহকারী শিক্ষা কর্মকর্তা একটি চিঠি নিয়ে আসতে বলেছেন।"
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রাথমিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং দোষী প্রমাণিত হলে বিভাগীয় মামলা ও স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শামীমা ইয়াছমিন ৩ আগস্ট বঙ্গবন্ধুর ছবি টানানোর পর স্থানীয় চাপের কারণে তা নামাতে বাধ্য হন।