Bangla
3 days ago

শেখ রেহানার স্বামী ও দেবরের ১৫ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

Published :

Updated :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং তাঁর ভাই তারিক সিদ্দিকের নামে গাজীপুর সদরে অবস্থিত একটি ১০ তলা ভবন ও জমি ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। ভবন ও জমিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৫ কোটি টাকা।

আজ বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে জমিসহ ভবন ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা তাদের সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সম্পদগুলো হস্তান্তর বা মালিকানা পরিবর্তন ঠেকাতে তা ক্রোকের প্রয়োজন রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি যেন কোনোভাবেই বিক্রি, হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করা না যায়, সেজন্যই এই আদেশ চাওয়া হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

Share this news