Bangla
8 months ago

সেন্টমার্টিন নিয়ে অযথা পানি ঘোলা করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা

Published :

Updated :

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে নেতিবাচক প্রচারনার প্রসঙ্গ টেনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার দেশের একমাত্র প্রবাল দ্বীপটি রক্ষা করতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে।

তিনি সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে "ওয়ান হেলথ ডে" অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন।

দ্বীপে হোটেল এবং মোটেলগুলির অনিয়ন্ত্রিত বিকাশের কারণে প্রবাল ধ্বংসের কথা বলতে গিয়ে রিজওয়ানা বলেন, "এভাবে চলতে থাকলে, ২০২৫ সালের মধ্যে সমস্ত প্রবাল ধ্বংস হয়ে যাবে এবং সেন্টমার্টিন ডুবে যাবে।"

নতুন নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপটি নভেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

তবে, নভেম্বর মাসে দ্বীপে রাত কাটানোর অনুমতি দেওয়া হবে না।

ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রতিদিন ২,০০০ পর্যটক আসতে পারবেন এবং রাত কাটাতে পারবেন। কিন্তু ফেব্রুয়ারিতে কোন পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সরকারের সিদ্ধান্তের সমালোচকদের উদ্বেগের প্রতি ইঙ্গিত করে রিজওয়ানা বলেন, "সেন্টমার্টিন নিয়ে অযথা পানি ঘোলা করা হচ্ছে। শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।"

তিনি আরও বলেন, "আপনি কি প্রথমে সেন্টমার্টিনকে রক্ষা করবেন নাকি পর্যটন শিল্পের উন্নয়ন করবেন? বর্তমানে এটিকে শিল্প বলা সম্ভব নয়। সেন্ট মার্টিনসে পর্যটন যেভাবে চলছে, আমি একে শিল্প বলতে পারি না।" 

তিনি যোগ করেন, "কথা হচ্ছে ৪১ শতাংশ প্রবাল ধ্বংস হয়েছে। এটি একটি জাতীয় পরিসংখ্যান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালের অনুযায়ী যদি এটি চলতে থাকে, তবে ২০২৫ সালের মধ্যে সব প্রবাল ধ্বংস হয়ে যাবে এবং সেন্টমার্টিন তলিয়ে যাবে।" 

দ্বীপে হোটেল ও মোটেলের নিয়ন্ত্রণহীন উন্নয়ন নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা জানান, হোটেলগুলোতে প্রবাল লাগানো হচ্ছে এবং বেড়াতে আসা পর্যটকরাও প্রবাল তুলে নিচ্ছেন।

বিশ্বের অন্যান্য প্রবাল দ্বীপগুলোর উদাহরণ ব্যবহার করে তিনি আরও জানান, সেগুলোতে রাত কাটানোর অনুমতি নেই এবং পর্যটকদের শুধু ছোট নৌকায় এক ঘণ্টার জন্য ঘোরার অনুমতি দেওয়া হয়। 

Share this news