Bangla
7 days ago

শেরপুর সীমান্তে আরও ২১ রোহিঙ্গাকে পুশ ইন

Published :

Updated :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে। এদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক নারী, পাঁচজন পুরুষ এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নাকুগাঁও সীমান্তের ১১১৬ মেইন পিলার দিয়ে ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশ ইন করে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, এসব রোহিঙ্গা ছয়টি পরিবারের সদস্য। ২০১৭ সালে তারা কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যান এবং জম্মু-কাশ্মীরে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতেন। এক মাস আগে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে এবং পরে বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠিয়ে দেয়।

বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের বিষয়ে যাচাই-বাছাই ও পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও বিএসএফ ১০ জন নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করেছিল।

Share this news