Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করবে তারা।
আজ রোববার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, ৩ আগস্ট ঐতিহাসিক শহীদ মিনারে একসময় ফ্যাসিবাদবিরোধী একদফা দাবি উত্থাপন করা হয়েছিল। এ বছর সেই দিনেই ছাত্র-জনতার অংশগ্রহণে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে। এই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির পরিপ্রেক্ষিতে সরকার সে সময় ৩০ কার্যদিবস সময় নিয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের স্বীকৃতি এবং সাংবিধানিক স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পক্ষ থেকেই এ ঘোষণাপত্র উপস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। সরকার বলেছিল আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে এটি প্রকাশ করা হবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষের মত ও আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে।