সিলেটে যৌথবাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ, ফেরত পাঠানো হচ্ছে সাদাপাথরে
Published :
Updated :
সিলেটে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব পাথর সাদাপাথর ও জাফলং এলাকার নদীতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যাতে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা যায়।
বুধবার (১৩ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনভর পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করে ৭০টি ট্রাক থেকে উল্লেখযোগ্য পরিমাণ পাথর জব্দ করা হয়।
এর আগে বুধবার সাদাপাথর এলাকায় পরিচালিত আরেক অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় এবং সেগুলো রাতেই সাদাপাথর এলাকায় পুনঃস্থাপন করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনার পর সিলেট জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বাধীন এই কমিটিকে আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পাথর লুটে জড়িতদের গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে এবং রাতের মধ্যেই কয়েকজনকে আটক করার সম্ভাবনা রয়েছে।